Motivational Quotes in Bengali: Best Inspirational Quotes and Sayings Motivation is an inner force that compels a person to take action to achieve a goal. When a person is motivated, he experiences a higher level of satisfaction, well-being and love, and is more likely to succeed in life.
The mainstay of motivation is maintaining a positive attitude and mindset that helps us face all the challenges of life. In today’s report we are presenting you some motivational quotes, best motivational quotes and sayings which will help you to create positive attitude and overcome all obstacles in life to achieve your goals.
All Contents
- 1 Best Motivational Quotes in Bengali
- 2 Motivational Quotes Bangla 2025
- 3 Life Changing Motivational Quotes in Bengali
- 4 Motivational Quotes in Bengali language
- 5 Inspiring Bengali Motivational Quotes
- 6 Motivational Quotes in Bengali for Students
- 7 Motivational Quotes in Bengali Sad
- 8 Short Motivational Quotes in Bengali
- 9 Powerful Motivational Quotes in Bengali
- 10 Motivational Quotes in Bengali for Success
- 11 Deep Motivational Quotes in Bengali
- 12 Spiritual Inspirational Good Morning Quotes in Bengali
- 13 Positive Motivational Quotes in Bengali
- 14 Bangla Inspirational Quotes
- 15 Bangla Positive Motivational Quotes
- 16 Love Motivational Quotes in Bengali
Best Motivational Quotes in Bengali

কোনো কাজে সফল হতে হলে সেই কাজে
একাগ্রচিত্তে মনোনিবেশ করতে হবে
যে জন ভালোবাসতে জানে তার
শাস্তি দেয়ার অধিকার আছে
শিক্ষার লক্ষ্য একটি শূন্য মনকে
একটি মুক্ত মনে রূপান্তর করা
জীবন হচ্ছে সাদা কাগজের পাতা
তার মধ্যে আমাদের কেউ কেউ লিখতে
পারে তার দু একটা কথা তারই নেমে আসে রাত্রি
জীবনের সফলতা অর্জনের জন্য নিজের
লক্ষ্যের প্রতি অবিচল ও নিষ্ঠাবান থাকতে হবে
সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা
অভ্যাসের উপর নির্ভর করে
আপনি সফল না হওয়া পর্যন্ত,
আপনার ব্যর্থতার গল্প কারো
জন্য অনুপ্রেরণা হবে না
যেখানে তোমার চোখ
খুনি আমি খুন হই প্রতিদিন
যদি কোনো ভুলের জন্য সব দরজা বন্ধ করে
দেয়া হয়, তাহলে সত্য বাইরেই থাকে যাবে
জীবন খুবই সংক্ষিপ্ত তোমার সমস্ত কাজ
ঠিক সময়মতো করে ফ্যালো
Motivational Quotes Bangla 2025

জীবন এমন একটা স্তম্ভ যা আমারা
একা বহন করতে পারি না
আমরা তখনই স্মরণীয় হতে পারবো,
যখন আমরা আমাদের তরুন প্রজন্মকে সমৃদ্ধ
ও সুরক্ষিত ভারতবর্ষ উপহার দিতে পারবো
শিক্ষা জীবনে চলার ক্ষেত্রে বেঁচে থাকার
জন্য প্রস্তুতি নয় শিক্ষা হলো জীবন
বিজ্ঞান মানব সম্প্রদায়ের জন্য একটি সুন্দর উপহার
এটি কোনো ভাবেই নষ্ট করা উচিৎ নয়
অভিজ্ঞতাকে সঞ্ছয় করে
অনেক মহৎ কয়াজ করা যায়
এত সহজে ভেঙে পড়বো তেমন মানুষ আমি নই
আমি অপমান সহ্য করেও আঘাতে রোজ শক্ত হই
ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো।
অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো
তোমার পরে যাওয়া মানে হেরে যাওয়া নয়
তুমি মানুষ কোনো দেবতা নয়
পরে যাও, ওঠো, দৌড়াও নিজেকে গড়ে তোলো
ইচ্ছে করে দুপুর রোদে ব্লাক আউটের হুকুম
দেবার ইচ্ছে করে বিবৃতি দিই ভাঁওতা মেলে জনসেবার
ইচ্ছে করে ভাঁওতাবাজ নেতার মুখে চুনকালি দিই
প্রেম থেকেই পরমাত্মার খোঁজ মেলে
ভালোবাসাই হলো সকল ধর্মের ভিত্তি
নিষ্ঠার সাথে পরিচর্য়া করলে
জীবনের লালিত্য বৃদ্ধি পাবে
Life Changing Motivational Quotes in Bengali

অসফল না হলে কোনোদিনই সফল হবার
সঠিক ইচ্ছে শক্তির উদয় ঘটবেনা
কষ্ট মানুষ কে পরিবর্তন করে
কষ্ট মানুষ কে শক্তিশালি করে
আর প্রতিটি কষ্টের অভিঙ্গতাই
আমার জন্য নতুন শিক্ষা
শিক্ষার কাজ হলো নির্ভুলতার সাথে
গভীরভাবে চিন্তা শিক্তির বিকাশ ঘটানো
এবং সদচরিত্র ও নিষ্ঠাবান মানুষ তৈরি করা
যদি সূর্যের মতো দীপ্তবান হতে চাও
তাহলে প্রথমে সূর্যের মতো জ্বলো
নিজেকে সন্দেহ করা এবং ভয় পাওয়া বন্ধ করো
যদি তুমি কঠোর পরিশ্রম করো
তাহলে তোমার কাম্য সাফল্য নিশ্চই আসবে
যে সব কিছু আমাদের সে সব কোনো না
কোনো রূপে আমাদের কাছে এসে পৌঁছবে
যদি আমাদের মধ্যে সেগুলোকে গ্রহণ করার ক্ষমতা থাকে
তোমার আগে যদি আমার মৃত্যু হয় অথবা
আমার আগে তোমার দেহান্তর, তবু যেন আমরা
বেদনার সীমানা না বাড়াই কারণ বেঁচে
থাকার মতো বিপুল আর তো কিছু নেই
যেদিন আপনার স্বাক্ষর অটোগ্রাফে
রূপান্তরিত হবে সেদিন আপনি সফল
প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না
কিন্তু সাফল্যের পরে সবাই
পাশে থাকার বাহানা খোঁজে
সংসারে তিনটি জিনিসই আমার খুব প্রিয়
কিন্তু আমি তাদের আদৌ বুঝিনা
সে তিনটি হলো চিত্রকলা,সঙ্গীতও নারী
Motivational Quotes in Bengali language

যে মানুষ ভূল করে না
বস্তুবে সে কিছুই করে না
নিজের সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ,
কারণ অনুভূতি যাবে আবার আসবে
খাটি সরল ও সুস্থ হচ্ছে সেই মন
যে ছোট বড় সকল বস্তুকে
সমভাবে গ্রহণ করতে পারে
নিজেকে যদি শক্তিশালী
করে তুলতে চাও তাহলে একলা
কিভাবে থাকতে হয় তা শিখে নাও
শিক্ষা এমন একটি ব্রহ্মাস্ত্র যার সাহায্যে
আপনি বিশ্বকে পরিবর্তন করতে পারেন
সত্যিকারের নিঃস্বার্থ বন্ধু
খুঁজে পাওয়া অনেক কঠিন
জীবনে ভুল করাও দরকার,
ঠিকটাকে উপলদ্ধি করার জন্যে
জীবনের পরিধি খুবই ক্ষুদ্র
যত শীঘ্র মানুষ তার ধনসম্পদ ভোগ
করতে শুরু করে ততই তার মঙ্গল
নিজের পাশে নিজেকে পাবে
অন্য কাউকে নয়
মানুষের জায়গায় পশু পুষবো,
তারাই বিশ্বাসযোগ্য হয়
Inspiring Bengali Motivational Quotes

কথা দেয় অনেকেই কথা রাখে কজন
নিজের প্রয়োজন মিটলে বদলে যায় প্রিয়জন
যে ব্যক্তি অন্যায় কাজ করে সে না
অয়ায় সুখ না না পায় শান্তি
চাঁদ আকাশ জুড়ে তার আলোর শোভা ছড়িয়ে
দিলেও তার কলঙ্ক নিজের কাছেই লুকিয়ে রাখে
সত্যিকারের প্রেমের পথ
কখনো সহজ সরল হয় না
তাবিজ এ কেমন তাবিজ করেছো সোনা
ব্যথাও কমে না বিষও নামে না
মানুষ সেটাই পায়
যেটার জন্য সে চেষ্টা করে
একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে
একবারের বেশি লড়াই করতে হবে
শিক্ষার মহান লক্ষ্য হলো কেবল জ্ঞান
অর্জন নয় এটিকে বাস্তবায়ন করা
নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হবে
জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না
যদি ভালোভাবে বাচতে চান তা হলে
মনে রাখবেন-সমস্যাকে তুচ্ছজ্ঞান করতে হবে
আর্শীবাদকে গণ্য করতে হবে
যদি আমরা স্বাধীন হতে না পারি
তাহলে কেউই আমাদের সম্মান দেবেনা
Motivational Quotes in Bengali for Students

পাপড়ি ছিড়ে কখনোই ফুলের
সুন্দর্য্য একত্রিত করা সম্ভব নয়
দেওয়ালে পিঠ ঠেকে গেলে
সেই দেওয়াল থেকেই শুরু করো
বাকি সব অহেতুক খেয়াল দূরে সরে যাবে
আমরা প্রত্যেকেই জানি আমরা কি
কিন্তু আমরা কেউই জানিনা আমরা কি করতে পারি
মেয়েদের অনুমান পুরুষদের
নিশ্চয়তা হতে অনেক বেশী ঠিক
মানুষের ভীতর যদি ইচ্ছাশক্তি থাকে
তাহলে সে বড় থেকে বড় কাজকেও
সহজ বানিয়ে ফেলতে পারে
Best Positive Motivational Quotes in Bengali
Motivational Quotes in Bengali Sad
কতোখানি ডাক শুনে ছুটে যায় এই মুগ্ধ
মানুষ অভ্যন্তরে কতোখানি উৎসবে সব
পথ ভেঙে একখানা পথ শুধু
একখানা ঘর জেগে ওঠে মর্মের মর্মস্থলে
কোনো বিচারধারার সাথে একমত না
হওয়ার সত্বেও সেটিকে সম্মান করা
একটি শিক্ষিত লক্ষণের পরিচয়
জরুরী নয় সবার শুরু ভালোই হবে
কেউ কেউ হেরে গিয়েও
অনেক সময় জিতে যায়
সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে
একমাত্র যদি তুমি পরিশ্রম করো
এবং মন থেকে কিছু চাও
তুমি যদি সমস্যাকে বড় করে দেখ তাহলে
কখনও সমাধানের পথ খুঁজে পাবে না
তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবেই
তুমি জীবনকে উপলদ্ধি করতে পারবে
Short Motivational Quotes in Bengali

প্রকাণ্ড রুই মাছ গভীর পানিতে
বাস করে চলনে ধীর স্থির
পুটি মাছ অল্প পানিতেও ফরফর করে
ঈশ্বর তার নিজের মতো করে তোমাকে
একটি চেহারা দিয়েছেন কিন্তু নিজের
স্বার্থের জন্য তুমি তাকে পরিবর্তন
করে নেয়ার চেষ্টা করো
অবসর সময়ে পুস্তক পড় যখন অবসর
মেলেনা তখন মনের কথা পড়
অসাধারণ হওয়ার জন্য কঠিন
যুদ্ধে নামার চ্যালেঞ্জ নিতে হবে
যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌছাচ্ছেন
আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর
নয় আমাদের কর্মের উপর দন্ডায়মান
জীবনের এই গোলকধাঁধায়
আত্মরশিই আত্মবল
আবেগের সুর সংযম আর
ফটোজেনিকই সম্বল
আপনি ভালোবাসা খুঁজছেন এটি ভালো কথা
তবে অনুসন্ধান না করে যদি ভালোবাসা এসে যায়
তার থেকে ভালো কিছু হতে পারে না
যৌবনকালটাই মাধুর্যমন্ডিত যদিও
এই সময়েই সাবধানতা অবলম্বন করতে হয় বেশি
বাংলা এমন ভাষা স্লো বলা যায় না,
দ্রুত বলতে হয়; আমাদের দেশের লোকজন
কাজ করে ধীমাতালে কিন্তু কথা বলে দ্রুত
অনুকরন নয়, অনুসরন নয়, নিজেকে খুঁজুন
নিজেকে জানুন, নিজের পথে চলুন
Powerful Motivational Quotes in Bengali

তোমার যোগ্যতাতে প্রশ্ন তোলে যারা
তাদের দিকে আলতো হাসি ছুঁড়ো
নিজের নামের সাহস কিনে তুমি
দিনের শেষে জিতেই বাড়ি ফিরো
আমরা কি এটা জানিনা না
যে আত্মসম্মান আত্মনির্ভর এর উপর ন্যস্ত
পুষে রাখে যেমন কুসুম, খোলসের আবরণে মুক্তোর ঘুম
তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে
তুমি তােমার ভবিষ্যত পরিবর্তন করতে পারবেনা
কিন্তুু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চই পারবে, এবং
সেই অভ্যাসই তােমার ভবিষ্যত পরিবর্তন করে দেবে
প্রেম কেবল অনুভূতি নয় বাস্তবতা,
এটি একটি পরম সত্য যা সৃষ্টির
সময় থেকেই হৃদয়ে বাস করে
ভালো এবং খারাপ বলে কিছু নেই
আমাদের চিন্তাভাবনা কেবল
খারাপ আর ভালোর সৃষ্টি করে
পথ চলতে যদি মনে কোন দ্বিধা থাকে,
তাহলে তোমার ছায়াও তোমাকে ভয় দেখাবে
নিজের লক্ষ্য স্থির রেখে আত্মবিশ্বাস
নিয়ে এগিয়ে যাও দেখবে সাফল্য পাবেই
দোষ, গুন, ভূল, ভ্রান্তি মিলেই মানুষের জীবন
অণ্যকে ক্ষমা করার মতো মহৎ মন প্রত্যেকের থাক চাই
মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন
কেননা দুঃখ-কষ্ট বিপদ আপদ কেবল
জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয়
সফলতার গল্প পড়াে না কারণ
তা থেকে তুমি শুধু বার্তা পাবে
ব্যর্থতার গল্প পড় সফল
হওয়ার কিছু ধারণা পাবে
Motivational Quotes in Bengali for Success

ঈশ্বর মানুষকে প্রচুর ক্ষমতা দিয়েছেন মনের
কথা বুঝবার ক্ষমতা দেননি
অর্থ মানুষকে পিশাচ করে তোলে
আবার অর্থ মানুষকে মহৎ করে তোলে
ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির
আবডালে ফসলের ঘুম তেমনি তোমার নিবিঢ়
চলা মরমের মূল পথ ধরে
নিজের ভালো থাকার
দায়িত্ব নিজেই নিয়েছি
কারণ প্রিয়জন শুধু গল্পমাত্র
যে ভালো কাজে সবসময় ব্যস্থ থাকে তাকে
কখনো ভালো হওয়ার প্রয়োজন পড়েনা
নিচুশ্রেনীর লোকেরা অপরকে কষ্ট দিতে হাতিয়ার
হিসেবে তাদের অশ্লীল বাক্যকে ব্যবহার করে
নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো
অজ্ঞান আর তো কিছু নেই
এই পৃথিবীতে ভয়ের কোনো স্থান নেই
একমাত্র শক্তিই শক্তিকে সম্মান করতে পারে
মনে কষ্ট পেলে কাদবে কষ্ট চাপা দেওয়ার
জন্য হাসির ভান করার প্রয়োজন নেই
সমস্যা তোমাকে থামিয়ে
দেয়ার জন্য আসে না
বরং তোমাকে পথ দেখাতে আসে
রোজ সকালে এই বিশ্বাস নিয়ে ওঠো
আমার আজকের দিন
গতকালের থেকে বেশি ভালো হবে
bangla motivational quotes
কিছু মানুষ তাদের নিজের ক্ষমতা ও
পরিশ্রম দিয়ে মহত্ত্বকে অর্জন করেন
আর কিছু মানুষের উপর মহত্ত্বকে চাপিয়ে দেয়া হয়
Deep Motivational Quotes in Bengali

পরিপূর্ণ আনন্দের সময় মানুষের
মন ভিন্ন ভিন্ন দিকে ধায় না
একটা আনন্দ নিয়ে সে পড়ে থাকতে ভালবাসে
মহান জ্ঞান হলো সমুদ্রের জলের মতো
গভীর অন্ধকার, রহস্যময় ও দুর্ভেদ্য
দুর্নীতি আর অশ্লীলতাই সাহিত্যের প্রান
এই দুইটি সুন্দর হয়েছে যে প্রতিভার হাতে
তাকেই আমরা বলি অপরাজেয় শিল্পী
ভাগ্য বলে কিছু নেই
যা আছে তা হল শুধুমাত্র কর্মের
ফল যা প্রত্যেকের চেষ্টা ও
যত্নের ফলে গড়ে ওঠে
আমরা যখন আমাদের আদর্শ, উদ্দেশ্য
লক্ষ্য, ভুলে গিয়ে বিপথগামী হই
তখনইসত্যিকারের অকৃতকার্যতা আসে
যদি কেউ তোমাকে অপমান করে,
তাহলে নিজেকে এতো বেশি যোগ্য বানাও
যাতে সে তোমার সাথে
দেখা করার জন্য ছটফট করে.
সবাইকে ভালোবাসুন কিন্তু
বিশ্বাস করুন কিছু মানুষকে
জীবনকে যদি তুমি ভালোবাস তা হলে সময়ের অপচয়
কোরো না। কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি
Motivational Quotes in Bengali
অন্যের টেলিফোন নম্বর রাখতে হয়
নিজের টা তো মনেই থাকে
জীবন যতক্ষণ আছে
বিপদ ততক্ষণ থাকবেই
যদি সত্যিই মন থেকে কিছু
করতে চাও তাহলে পথ পাবে,
আর যদি না চাও তাহলে অজুহাত পাবে
মহান ব্যাক্তি তখনি হওয়া সম্ভব যখন
নম্রতা দ্বারা নিজেকে শুদ্ধ করা যাবে
Spiritual Inspirational Good Morning Quotes in Bengali

যখন মানুষ তোমাকে পাগল বলবে
তখন মনে রাখবে শ্রেষ্ঠ চিন্তা কখনো সাধারণ
মস্তিষ্ক থেকে আসে না
অতীতকে মুছে ফেলার শ্রেষ্ঠ
উপায় হল স্থান পাল্টানো
অশ্লীলতার বিরুদ্বে যত বেশী চিৎকার
ওঠাবো অশ্লীলতা তত বেশী প্রসার লাভ করবে
বাস্তবিক অর্থে শিক্ষা হলো সত্যের সন্ধান,
যা জ্ঞান এবং আত্মজ্ঞান দ্বারা আলোকিত
হওয়ার মাধ্যমে এক অন্তহীন যাত্রা
সুন্দর ভাবে বাচতে হলে তোমার দুটো
জিনিস দরকার তা হচ্ছে বুদ্ধি এবং রুচিবোধ
Motivational Quotes Bangla
শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে
আপনি কোনদিনও সেই নদী পার
করতে পারবেন না পার করতে হলে
আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে
মাঝে মাঝে রাতে ঘুম না হওয়া সুস্থ মানুষের লক্ষণ
শুধুমাত্র পশুদেরই রাতে ঘুমাতে অসুবিধা হয়না মানুষের হয়
আপনি সবার কথা শুনুন কিন্তু আপনার
কথা সবাইকে বলা থেকে বিরত থাকুন
সুন্দর্য নরকেও থাকে কিন্তু সেখানকার
বসবাসকারী মানুষ জন এটি সনাক্ত করতে
পারে না এটাই তার সবচেয়ে বড়ো শাস্তি
জীবনের সমস্যা না আসলে আমাদের
মধ্যে লুকিয়ে থাকা অন্তর্নিহিত শক্তি
ও সাহস গুলোকে খুঁজে পাওয়া সম্ভব হবেনা
তোমার আজকের পরিশ্রম
তোমার আগামীকালের খুশির চাবি
Positive Motivational Quotes in Bengali

অনন্য হওয়ার ইচ্ছার মতো সাধারণ কথা
আর কোনো কিছু থাকতে পারেনা
টাকা পয়সা না থাকলেই কখনও গরীব হয়না
প্রকৃত গরীব তো সে যার একটা সুন্দর মন নেই
হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না
মানুষের ভাগ্য থাকে তার কর্মে
motivational quotes bengali
প্রজাপতি মাস না গুনে ক্ষণ গণনা করে
আর তাই তার কাছে পর্যাপ্ত সময় থাকে
সফল হলে পৃথিবীর সাথে আমাদের পরিচয় ঘটে
আর অসফলতা পৃথিবীটাকে বুঝে নিতে সাহায্য করে
কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না
তার পিছনে বছরের পর বছর
করা কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকে
অসৎ লোক কাউকে সৎ মনে করে না
সকলকেই সে নিজের মতো ভাবে
ভবিষ্যৎকে জানার জন্যই
আমাদের অতীতকে জানা উচিত।
মনুষের কল্পনাশক্তি না থাকলে পৃথিবীর
এত উন্নতি সাধিত হত না
সুন্দর কেউ খায় না, চাঁদের আলো খুব সুন্দর
তাই বলে চাঁদের আলো কেউ খায়
সময় হচ্ছে সবচেয়ে বড় দেবতা সব ধ্বংস
আর সৃষ্টির জন্যে সময়ই দায়ী সময়ের চেয়ে
বড় দেবতা বা ঈশ্বর দুনিয়াতে আর দ্বিতীয় নাই
Bangla Inspirational Quotes

শিশুরা অদ্ভুত ভাষাটা
সহজেই গ্রহণ করে
কাল তোমাদের করা অপমান
আজ আমার উন্নতির কারণ
নীচ লোকের প্রধান হাতিয়ার
হচ্ছে অশ্লীল বাক্য
inspirational quotes in bengali
যে কোনও মিশনের সাফল্যের জন্য
সৃজনশীল নেতৃত্বের প্রয়োজন
বন্ধুত্বের গভীরতা কখনও
সম্পর্কের উপর নির্ভর করে না
ভালোর প্রাচুর্য একসময়
মন্দতে পরিণত হয়
দুনিয়াতে মানুষের মনই
বোধহয় সবচেয়ে দূর্গম ও দুর্জ্ঞেয়
নিজেকে নিজেই সামলাতে শিখো প্রিয়;
এই শহরের মানুষ আবহাওয়ার মত পরিবর্তন হয়
মানুষের মন বড়ো বিচিত্র জিনিস একবার কোনো
কিছুতে মন বসে গেলে আর ফেরানো যায় না
কারও কারও জীবনে বসন্ত নিভৃতে
আসে বাইরে প্রকাশ পায় না
তার আমেজে সে নিজেই পুলকিত হয়
অজ্ঞের পক্ষে নিরবতাই সবচেয়ে উত্তম পন্থা
এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না
শিক্ষা মানুষকে উন্নত করে আর অসুস্থতা
মানুষকে মানসিক দিক থেকে পঙ্গু করে
Bangla Positive Motivational Quotes

দূর থেকে সমস্ত দরজা বন্ধ মনে হয়,
সাফল্যের পথটি কেবল তখনই আমাদের কাছে আসে
যখন আমরা দরজাটির কাছাকাছি যেতে পারি
ভালোবাসা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ রাখেনা
ভালোবাসা স্বাধীন হতে শেখায়
বয়েসের সংগে সংগে মানুষের
মনের অনুভূতি পরিবর্তন হয়
মন পরিষ্কার রাখুন কারণ শেষ
হিসেবটা অর্থের নয় কর্মের হবে
Love Motivational Quotes in Bengali
উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে
পরোয়া করতে হবে না
সফলতার সিঁড়ি নিজেই বাইতে পারবে
যারা সব কিছু চুপচাপ সহ্য করে যায়
তারা ভীতর থেকে গভীর ভাবে আহত
অন্যের কাছ থেকে সাহায্য প্রত্যাশা করা
হলো প্রতিটি মন্দের মূল কারণ
আসুন আজ আমরা কিছু ত্যাগ করি
যাতে আমাদের ভবিষ্যত প্রজন্মকে
উন্নতির শিখরে পৌঁছে দিতে পারি
অসুস্থতা ঘোড়ায় চড়ে আসে
কিন্তু যায় পায়ে হেঁটে।
অপমান করতে যোগ্যতা লাগে না
তবে সম্মান করতে শিক্ষা লাগে
Also Read😍👇