Best Heart Touching Sad Quotes in Bengali: বাংলা ফন্টে বাংলা দুঃখজনক স্ট্যাটাস কোটগুলির বৃহত্তম সংগ্রহ। দুঃখ মানুষের জীবনে একটি হতাশাজনক অনুভূতি। মানুষ দুঃখের সময় একা থাকতে পছন্দ করে। এবং তারপর কিছু কবিতা এবং বই তার নিঃসঙ্গতাকে সঙ্গী করে।
তো বন্ধুরা, এই নিবন্ধে, আপনি আপনার মনের মতো প্রচুর বাংলা স্ট্যাটাস কোট পাবেন। এগুলো পড়লে মন খারাপ থেকে মুক্তি মিলবে। এবং আপনার সমস্ত সামাজিক মিডিয়া প্রোফাইল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, টেলিগ্রামের জন্য এই বাংলা নতুন দুঃখজনক উক্তি এবং স্ট্যাটাস সহ একটি শেয়ারযোগ্য পোস্ট তৈরি করুন। Sad Quotes in Bengali, Bangla Sad Quotes, sad quotes about love bangla, bangla sad quotes, SAD LOVE QUOTES IN BENGALI, Heartbreaking Sad Quotes in Bengali, Emotional Sad Quotes in Bengali
All Contents
- 1 Best Heart Touching Sad Quotes in Bengali
- 2 Sad Quotes About Love Bangla
- 3 Bangla Sad Quotes
- 4 SAD LOVE QUOTES IN BENGALI
- 5 Heartbreaking Sad Quotes in Bengali
- 6 Emotional Sad Quotes in Bengali
- 7 Deep Pain Sad Quotes Bangla
- 8 Latest Alone Sad Quotes in Bengali
- 9 Bangla Heart Touching Sad Love Quotes
- 10 Sad Quotes in Bengali for Boy
- 11 Sad Quotes in Bengali for Girl
- 12 Sad Quotes in Bengali About Life
- 13 Sad Quotes in Bengali for Instagram
- 14 Sad Quotes in Bengali for Facebook
- 15 Sad Quotes In Bengali With Picture
Best Heart Touching Sad Quotes in Bengali

জলে ছুঁয়ে যায়,চোখে বারেবার,
তুমি না ফিরলে আমি হবো কার
সত্য বলছি তবু যেনো লাগছে যে মিথ্যে
কল্পনাতে বন্দী হয়ে সবই যে কাটছে
কাউকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না
সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে
পৃথিবীর নিয়ম বড় অদ্ভুদ, যাকে তুমি
সবচেয়ে বেশী ভালবাস সেই তোমার দু:খের কারন হবে।
ভালবাসার মানুষ টা কাছে না থাকলে ও
তার জন্য পাশের সিট টা খালি ই পড়ে থাকে!
তুমি যদি ভালো থাকো অন্যের ভালোবাসায়
আমি তবে থাকবো ভালো তোমার ভালো থাকায়
পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন
আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা।
তুই তার প্রেমেতে অন্ধ,
আমি তোর প্রেমেতে সীমাবদ্ধ
যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও
অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা
দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসাবে তোমাকে খুজি
আড়ালে আড়ালে কোথায় হারালে
ফিরে তুমি আর আসবে না বুঝি
Sad Quotes About Love Bangla

সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে
কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরোনো হয়ে যায়
তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য
চেনা মানুষ গুলোর বদলে যাওয়া
বড্ডো কষ্ট দিয়ে যায়৷ যতই আড়াল
করতে চাক সহজেই চোখে পড়ে যায়
বুঝতে চেয়েছি না কেন
তুমি এতো হঠাৎ হারিয়ে যাচ্ছে।
একটি সুখের সংসার ধ্বংস করার জন্য
শয়তান যতগুলো অস্ত্র আবিস্কার করেছে
তার মধ্যে মারাত্নক অস্ত্র স্ত্রীর ঘ্যানর ঘ্যানর
কাগজের নৌকা টা না হয় খেলনা
কিন্তু তোমার দেখানো স্বপ্নগুলো কি ফেলনা
এই শহরে আবেগের জায়গা কেউ দেয় না
স্বার্থ ছাড়া ভেতর ঘরে নামটা কেউ লেখে না
যে জন প্রেমের ভাব জানে না
তার সঙ্গে নাই লেনাদেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয়
নকল সোনা, সে জন সোনা চেনে না
তাকে ঠিক ততটাই দিও যতটা
পাওয়ার যোগ্য সে, বেশি দিলে
অহংকার বাড়ে পরে চিনবেনা তুমি কে
তুমি আসবে বলে আজও চোখ দুটো তোমায় খোঁজে,
দুই প্ল্যাটফর্মের বুক চিরে ট্রেনের লাইন
আর আমি দাঁড়িয়ে ওভারব্রিজে
সময় জুড়ে শুধু শুন্যতা নীরবে ছুঁয়ে থাকে
ভুলেও আমি ভাবিনি হারাবো
কখানো তোমায় এভাবে
আমি নির্বোধ ছিলাম,
তাই বুঝতে পারিনি
তোমাকে হারাতে গিয়ে।
Bangla Sad Quotes

হাসি সবসময় সুখের কারণ বুঝায় না মাঝে মাঝে
এটা ও বুঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন
যদি কমে যায় ভালোবাসা আর বাড়ে দূরত্ব
বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব
মানুষের চোখে হচ্ছে সবচেয়ে বড় বোকা
এরা নিজের হয়ে ও অন্যের জন্য কাঁদে
অল্প চেয়ে অল্প পাওয়া এই নিয়েই ভালোবাসার জীবন
বেশি চাহিদা অতৃপ্তি বাড়ায় আলগা হয় খুশির বাঁধন
এই শহর আর যে শহর নেই,
চার দেওয়ালের মাঝে বন্দী
অলিতে গলিতে বেহায়া মন চুপচাপ,
নিখোঁজ এই শহরে আমার সঙ্গী
দুঃখের শেষ নাই,
বিশ্বাস ছিল তো
এখন কেমন দেখায়। Sad Quotes in Bengali
সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন
একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া
কষ্ট তুমি সহ্য করতে পারবে
সত্যিকারের ভালোবাসার
মানুষ গুলো খুব বড় রকমের বেহায়া হয়.!
শত অবহেলা আর লাঞ্ছনা
পেয়েও তার কাছেই পড়ে থাকে!
ছায়ার কাছে ঋণ বেড়ে যায় যখন ফুরিয়ে আসে আলো
পেয়ে হারিয়ে ফেলার চাইতে একাই থাকা ভালো
হৃদয় জুড়ে অপেক্ষা আর চোখের
ভাষায় আস্থা থাক, কিছু কথা না
বলা ভালো তারা ব্যাকস্পেসেতেই মৃত্যু পাক
SAD LOVE QUOTES IN BENGALI

সবার মতো আমার ভাগ্য অতটাও ভালো নয়,
আমি হলাম সেই ব্যক্তি যাকে জন্মদিনেও কাঁদতে হয়
তার খোজ আমি আর রাখি না
ডাক নামে আমি তারে ডাকি না
ছবি আমার বুকে বেধে পাগল হয়ে কেঁদে
কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাশ
চিরি সেদিন আমায় খুজবে বুঝবে সেদিন বুঝবে।
বৃষ্টি ভেজা মেঘলা আমেজ আবার এলো ফিরে,
আজকের মনের স্বপ্ন বোনা শুধু তোমায় ঘিরে,
ভিড় করে অনেক গুলি স্মৃতির ভেজা পাখি,
সাড়া নেই বন্ধু তোমার হারিয়ে গেলে নাকি
যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও
কারন তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখে নি
সবটা সেদিন সেখানেই শেষ হয়েছিলো
ফেরার সময় বলেছিলো ভালো থাকিস
মনের মাঝে কালো থমথমে মেঘ
তবুও বলেছিলাম সাবধানে বাড়ি ফিরিস
জীবনের শুরুতে কষ্টের সূচনা,হাজারো
ব্যাথা নিয়ে আমার রচনা,যন্ত্রনার অন্ধ ঘরে
নির্মম এক পরিহাস.চোখের জল আর
বেদনা নিয়ে আমার জীবনের ইতিহাস
আগলে এখন আর রাখিনা উড়িয়ে
দিয়ে হাসতে পারি প্রথম যেদিন ভাঙতে
চাইলে সেদিন থেকেই হাতেখড়ি
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে
সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যাতারায়
আমার খবর পুঁছবে বুঝবে সেদিন বুঝবে।
যদি কখনো মনে পড়ে, দিও একবার দেখা
তোমায় আমি আগলে রাখবো ছেড়ে যাবো না একা
যদি কখনো ভালোবাসো, একবার বলে দাও
ভালোবেসে আমার মনটা নিয়ে নাও
Heartbreaking Sad Quotes in Bengali

যে কলমের ঢাকনা হারিয়েছে
শক্ত করে আঁকড়ে ধরো তাকে
সে কখনো তোমার ছিলোনা
আজও আপন ভাবো যাকে
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে,
কখনো বুঝিনি ফিরে আসবেনা
আমার পৃথিবী রাঙিয়ে.
কারো জন্য সবকিছু উজাড় করে দিও না
সে যখন উড়ে যাবে
তোমার জারে আর কিছুই থাকবে না
আমার কি ভুল ছিলো একবার আমায় বলবে
যার জন্য এতো বড়ো শাস্তি দিচ্ছ আমাকে
আজ ও তুমি চিনতে পারলে না নিজেকে
তবে আমাকে তুমি কি করে চিনবে
হারিয়ে ফেলা খুব সোজা জড়িয়ে ফেলা নয়
মানুষগুলো স্মৃতিতে পোড়ে একাকীত্বে নয়
জানিনা এই অবুজ হৃদয় কার অপেক্ষাই আছে
জানিনা এই সরল মনে কার জায়গা হবে.
শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখব.
সারা জীবন তাকেই ভালবাসবো
ব্যথা আমার জীবন সাথী, কষ্ট আমার আল্পনা,
দুঃখে আমি নিত্য কাদি, হৃদয় ভরা যন্ত্রনা,
দুঃখ আমার জীবন দুঃখ আমার শেষ,
তুমি বন্ধু ভালো থেকে সুখে থেকো বেশ
তার হাত কাটে না কাঁচের জিনিস ভাঙে যে
যে ভাঙা কাঁচ জোড়া দিতে চায়
প্রতিবার ক্ষত বিক্ষত হয় সে
আজ বলবো কি যে তোমায়
তুমি অনেক ভালো থেকো
আমি আমার মত না হয়
প্লিজ নিজের খেয়াল রেখো !
অনেক ভালো থেকো, Bangla Sad Quotes
স্মৃতির দৌড় অনেক বেশী সেসব
জেনো ভোলার নয়, দুএক পা চলা
মুহুর্তের মন খারাপের জোগান হয়
যদি করো সুখের আশা করিওনা ভালোবাসা,
ভালোবাসা অতি কষ্ট, এতে হয় জীবন নষ্ট,
ভালোবাসার শেষ ফুল, বুকে বেথা চোখে জল
Emotional Sad Quotes in Bengali

দেখি তথা এক জন, পদ নাহি তার,
অমনি ‘জুতো’র খেদ ঘুচিল আমার,
পরের অভাব মনে করিলে চিন্তন নিজের
অভাব ক্ষোভ রহে কতক্ষণ
তুমি বদলে গেলেও আমি ছেড়ে আসবো না
আমি সেই আমিই আছি কেন তা বিশ্বাস করোনা
হৃদয়ও জানে পরিণতি নেই তবু চলতে থাকে গেম
তার সুখেতেই সুখী থাকে একতরফা প্রেম
আজ হলো সেই দিন, সুখ পেলাম যত!
আজ হলো সেই দিন, বুকে পেলাম ক্ষত!
আজকের এই দিনে, আপন হলো পর!
আজকের এই দিনে, ভাঙলো এই অন্তর
প্রতিশোধ নিতে অভ্যস্ত নোই আমি
বরাবরই শান্ত আমি স্বভাবে
অপমান গুলো সযত্নে তুলে রাখি
সঠিক সময়ে ফেরত পাবে
মধ্যরাতে ডাকলে দিও সাড়া
চাঁদের আলোয় বাঁধ ভেঙেছে পাড়া।
তুমিও একা ঘুমিয়ে আছো দূরে
গান লিখেছো অভিমানের সুরে
ভালোবাসার নীল দরিয়াই, উড়াইলে তুমি পাল,
সাত সাগরের মাঝে কেন, ছেড়ে দিলে হাল,
প্রেমের স্রোতে ভাসছি একা, এটাই কি মোর কপাল
তোমার আমার দূরত্ব সমানে সমান
তবু আজও আছে ভালোবাসা বহমান
বুকের ভেতর ঝড় ওঠে তার
উথাল পাথাল ঢেউ, সাগর সমান
গভীরতা যার খোঁজ রাখেনি কেউ
একদা ছিল না জুতো চরণ-যুগলে দহিল
হৃদয় মম সেই ক্ষোভানলে। ধীরে ধীরে চুপি চুপি
দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে
Deep Pain Sad Quotes Bangla

তোমার হাতে হাত রেখে পাশাপাশি
হেঁটে চলার চিরচেনা সেই পথগুলো
আজ বড্ড অচেনা
মন পাখি একা একা কাঁদে সারাবেলা
মন পাখির মন নিয়ে করে সবাই খেলা
মন পাখির মন হারিয়ে, হয়ে গেছে একা
মন পাখির মনের জানালায় দিলো না কেউ দেখা
শরীরের বিনিময়ে যদি ভালোবাসা যেত কেনা,
তাহলে প্রতিটা বেশ্যালয় হতো ভালোবাসার শেষ ঠিকানা
যারা খুব সহজেই মানুষকে বেশি আপন করে নেই,
তারাই পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট পায়।
চোখের জলটা তাদেরই সবচেয়ে বেশি পরে।
প্রেম নিবেদন করবে পরে আগে
ভরসা দিতে শেখো, হাত ধরাটা সহজ
প্রিয় দায়িত্ব নেওয়া নয় জেনো, Heartbreaking Sad Quotes in Bengali
পৃথিবীটা আবেগে না চললেও আমার মত
কিছু কিছু মানুষের কাছে আবেগের মূল্য অনেক
কিছু কিছু মানুষ বেচে আছেই আবেগ গুলো নিয়ে
ভুল ছিল কার, কার দোষে
আজ হৃদয়-যন্ত্র হয়েছে বিকল
ব্রেন খুঁজে চলে লজিক তবু মনটা
আজও ইললজিক্যাল
যে ঠকায় সে হয়তো চালাক
কিন্তু যে ঠকে সে বোকা নয় সে বিশ্বাসী
নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী হয়ে যাবো
ভাবিনি এই পৃথিবীতে এতো কষ্ট পাবো ।
বন্ধু বলো বান্ধব বলো কেউই আপন নয়
ক্ষনিকের এই পৃথিবীতে সবই অভিনয়.
যত্ন করে কাঁদানোর জন্য
খুব আপন মানুষগুলোই যথেষ্ট!
এতো বেশি ভালোবেসেও জানি নেই অধিকার
তুমি বুকের কাছে রেখেছো অভিমানের কাঁটাতার
Latest Alone Sad Quotes in Bengali

যদি হারিয়ে যাই জীবনের তরে, স্মৃতিগুলো ভুলোনা,
রেখো যতন করে, স্মৃতির মাঝে হয়তো খুঁজে পাবে আমায়,
সেদিন আর আসবোনা বিরক্ত করতে তোমায়
সেই তো রোজের এক প্রশ্ন এক
উত্তর এক মিথ্যে যতই হেসে পর্দা
টানো তুমিও নেই ভালো আদতে
দিন যায়, দিন আসে, সময় বদলে যায়
অবুঝ পাখি বসে থাকে পুরোনো দিনের আসায়
সময়ের স্রোতে ভেসে যায় কতো স্বপ্ন কতো আসা
পাখির মন ভুলতে পারেনা পুরোনো দিনের ভালোবাসা
সম্পর্ক যখন নতুন হয়
মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য
আর সম্পর্ক যখন পুরোনো হয়ে যায়
তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও
আঘাত না লাগে। আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়
ভালোবাসার অনুভুতি গুলো খুব আজব রকমের হয়.
কখনো কষ্টের মাঝে লুকোনো সুখ খুঁজে পাওয়া যায়.
মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে যায়
তখন চোখের পানি কথা বলে
ভালোবাসা ক্ষণিকের জন্য নয়
ভালোবাসা তো অনন্ত কালের জন্য
ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের
বলো দেখি কি বুঝলে? ডিসেম্বরে বৃষ্টি মানে
ব্যথায় ভরা আলোর শহরো
সুযোগ পেলেই ভিজতে জানে
ভাবছ তুমি পাশের সবাই বড্ড ভালোবাসে
ঝড়ের সময় যাচাই কোরো ক’জন থাকে পাশে
Bangla Heart Touching Sad Love Quotes

থাকলে কাছে কে আর বোঝে
কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে
সুখ বড় নিষ্ঠুর আমায় বোঝেনা,
কাছে এসে উঁকি দেয় ধরা দেয় না।
জীবনে সুখ নামের নদীতে পাইনি কোন কূল,
আজ মনে হয় সুখের আশায় বেঁচে থাকাই বড় ভুল
বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে
কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না
বুঝতে দাওনি কেনো আমাকে
সাজিয়েছ যা হৃদয়ে ছায়া হয়ে ছিলে পাশে
বল কি করে চলে গেলে আমাকে রেখে
যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো
তাহলে ভেবো না সে বোকা।
শুধু এটাই ভাববে সে তোমাকে
এতটাই বিশ্বাস করেছিল
যার যোগ্য তুমি নও
আজ আর মনে পড়ে না তোমার ওই কথা
আজ জীবনে খুশি আছি, ভুলে পুরোনো সব ব্যাথা
আর কোনো দিন ফিরে যাবো না পুরোনো সেই জীবনে
নতুন করে চিনতে পেরেছি আজ আমি নিজেকে
এই পৃথিবীতে আমি কি শুধু একা
যাকে আপন করে নিতে চাই
সেই ভুল বুঝে চলে যায় আমায় দেয়না কেউ দেখা
পথ খুঁজে যায় পথের সীমানায়
আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল
চিরদিনই আঁধারে এই জীবন কেটে গেলো,
কেউতো কখনো প্রদীপ হাতে কাছে কাছে আসেনি,
দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদকে,
আমার ঘরে আলো কখনো আসেনি
আমার ভুল হয়ে গেছে প্রিয় আমায় ক্ষমা করে দিও
আমার রুক্ষ পথের পাশে ছায়াবন এঁকে নিও
Sad Quotes in Bengali for Boy
In this report we bring you some beautiful, romantic, heart touching loneliness captions, quotes, status and pictures of different flavors. Alone Sad Quotes Bengali, Bangla heart touching sad love quotes, Bengali Broken Heart Sad quotes, Very Very Sad quotes in Bengali, Sad Quotes Serving In Bengali With Picture. Facing grief can be a difficult emotion, but it is an integral part of the human experience. Although we can never completely eliminate grief from our lives, we can learn to embrace it as a normal part of the ebb and flow of emotions.

তুমি আসবে বলে আজও চোখ দুটো তোমায় খোঁজে
দুই প্ল্যাটফর্মের বুক চিরে ট্রেনের লাইন
আর আমি দাঁড়িয়ে ওভারব্রিজে
জীবনের গতির কথা ভাবলে পা দুটোর গতিও থেমে রয়
নিঃসঙ্গ এই পথে তখন আত্মবিশ্বাস টুকুই সঙ্গি হয়
যতদিন ভবে, না হবে না হবে, তোমার অবস্থা আমার সম
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে বুঝে না বুঝিবে, যাতনা মম
জ্বলে নিভে জোনাকী দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো
এমন কাউকে জীবন সঙ্গী করো যে
তোমাকে ছাড়া তার জীবনে দ্বিতীয়
কোন ব্যক্তির কথা ভাবতেও পারে না
জানি সবাই বদলে গেলেও তুমি কখনো বদলে যাবে না
জানি সবাই ভুল বুঝলেও তুমি
কখনো আমাকে ভুল বুঝবে না
এতোটা বিশ্বাস করতাম আমি তোমাকে
তবে কেনো ভুল বুঝে ছেরে গেলে আমাকে
আবেগ যখন ভাসাতে চায় দোটানার
এক প্রতিচ্ছবি যেখান থেকে পালাতে চাই,
পালা সেখানেই হয় নৌকাডুবি, Emotional Sad Quotes in Bengali
তুমি একদিন আমার মত কষ্ট পাবে তুমিও
আমার মত চোখের জল ফেলবে আর
তুমি আমার কথা ভাববে কবে জানো
যে দিন তুমি আমার মত সত্যি ভালোবাসবে
হয়তো তুমি বাসবে ভালো যে দিন আমি থাকবোনা,
শান্ত হয়ে ঘুমিয়ে যাবো আর কোনোদিন জাগবোনা,
ভালোবেসে ডাকবে তখন কাছে আমি আসবোনা
ছায়ার কাছে ঋণ বেড়ে যায় যখন ফুরিয়ে আসে আলো
পেয়ে হারিয়ে ফেলার চাইতে একাই থাকা ভালো
ভুলটা আমার ছিল কারণ স্বপ্নটা
যে আমি একাই দেখে ছিলমা
Sad Quotes in Bengali for Girl

শহর তোকে আশকারা দেয় খুব তাইতো ওমন মিথ্যে করিস জেদ
একটাই তো দাম্পত্য কথা তার ভিতরেও প্রচুর বিচ্ছেদ
আজ পৃথিবীর কোন এক পাষাণী মানুষের
জন্য মনটা খুবই কাঁদছে, আপন মানুষকে
কিভাবে ভুলা যায় তা যদি জানতাম
যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও
অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা
এই পৃথিবীতে কেউ কারো আপন নয়,
স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে।
কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয়,
স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়
যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনাদেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সে জন সোনা চেনে না
সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু, মন
ভাঙলে শব্দ হয়না। তাইতো যার মন
ভাঙে সেই একমাত্র বুঝে ব্যাথা কত।
বুঝিনি এতটুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি তুমি বন্ধু আমার ছিলে পাশে
সময় এখন প্রশ্ন করে এখন বিশ্বাস হয়
বলে ছিলামনা এই দুনিয়ায় কেউই কারো নয়
মন খারাপের দায়’টিও শ্রাবণকে’ই হবে নিতে,
অকাল বৃষ্টি ঝরল যখন পৌষ মাসের শীতে
আমি যদি মরে যাই তোমার আগে,
এক মুঠো মাটি দিও বন্ধুত্বের টানে,
সবাই যদি কাঁটা দেয়, তুমি দিও ফুল,
তখন আমি মনে করবো
তোমায় ভালোবেসে করিনিতো ভুল
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো
আমার ভালো লাগা, ভালোবাসা তোমায় দেবো আরো
তুমি হাতটা শুধু ধরো আমি হবো না আর কারো
আজকের নতুন জীবনে সব কিছুই নতুন পুরোনো সব স্মৃতি ভুলে গেছি
আজ ভুলে গেছি তোমাকে খুঁজে পেয়েছি নতুন করে নিজেকে
Sad Quotes in Bengali About Life

যদি কমে যায় ভালোবাসা আর বাড়ে দূরত্ব
বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব
বিশ্বাস তো শুধু তাকেই করা যায় যে বিশ্বাস এর যোগ্য হয়
তাকে কি করে বিশ্বাস করবো যে বিশ্বাস এর যোগ্যই নয়
মাঝে মাঝেই এক সমুদ্র কষ্ট আসে
কষ্ট পাওয়া স্মৃতি গুলো চোখে ভাসে
বিষাক্ত ছোবল মারে মনের ক্যানভাসে।
তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে
অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে
যাইবার মত এমন বিড়ম্বনা আর না
আজ পৃথিবীর কোন এক পাষাণী মানুষের
জন্য মনটা খুবই কাঁদছে, আপন মানুষকে
কিভাবে ভুলা যায় তা যদি জানতাম
ভালোবাসা সপ্নীল আকাশের মতো সত্য,
শিশির ভেজা ফুলের মতো পবিত্র,
কিন্তু সময়ের কাছে পরাজিত,
বেস্ততার কাছে অবহেলিত।
পাথরচাপা কষ্ট গুলোও হাল্কা হয়ে হাওয়ায় ভাসে
তেমন করে বাসলে ভালো করেই
ভাটার বুকেও জোয়ার আসে
যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও
কারন তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখে নি
পাথরের নীচে চাপা ঘাস বিষাদের ফুল হয়ে ফোটে
অযত্নে ফেলে রাখা প্রেম একদিন বিষ হয়ে ওঠে
কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে
কখনো বুঝিনি ফিরে আসবেনা আমার পৃথিবী রাঙিয়ে
এই শহরে নিয়ম করে প্রেম জন্ম নেয় যতো,
যেন সদ্য ফোটা গোলাপ
কুড়ি দিন ফুরোলে ঝরে যাওয়ার মতো
কিছু কষ্টো আছে জমা এইনা মনের ঘরে
কিছুটা জল চোখটা বেয়ে অঝোর ধারায় ঝড়ে
চোখটা মুছে হঠাত আবার মিথ্যেকরে হাসি
হাসতে হাসতে খুঁজতে থাকি কেন ভালোবাসি
Sad Quotes in Bengali for Instagram

সম্পর্কের মৃত্যু ঘটতে
শুরু হয় তখন থেকেই যখন প্রিয়
মানুষটি মিথ্যা বলা শুরু করে
মেঘের হাতে একটা চিঠি পাঠিয়ে দিলাম আজ,
বন্ধু আছে অনেক দূরে সঙ্গে হাজার কাজ,
বৃষ্টি তুমি একটি বার জানিয়ে দিও তাকে,
বন্ধু তোমায় মিস করছি হাজার কাজের ফাঁকে
যে কলমের ঢাকনা হারিয়েছে শক্ত করে আঁকড়ে ধরো তাকে
সে কখনো তোমার ছিলোনা আজও আপন ভাবো যাকে
বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন,
এইতো মাধুরী, এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত!
সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়
আজ আমিও পাল্টে গেছি
সময় সবাই কে পাল্টে যেতে বাধ্য করে
আজ সময় আমাকেও বাধ্য করেছে নিজেকে পাল্টাতে
জানি না হাঁরিয়ে গেছো কোন দূর অজানায়
জানি না কি ভূল ছিল আমার ভাবনায়
তাই পেয়েও হাঁরিয়েছি আজ তোমায়
হারিয়ে ফেলা খুব সোজা জড়িয়ে ফেলা নয়
মানুষগুলো স্মৃতিতে পোড়ে একাকীত্বে নয়
ভাঁটার টানে ফিরে গেছে সব সুযোগ খোঁজা ঢেউ
নামেই শুধু আপন তারা মন বোঝেনি কেউ
জীবনের ক্লান্ত পথে নিজেকে হারিয়ে ফেলেছি! চলতে চলতে আজ
অচেনা পথে এসে দাড়িয়েছি! তবুও পেলাম না সুখের দেখা
ওদের দাবি প্রেমের শহর আমারা জানি আসলে তা না,
ওরা তো সব সদ্য প্রেমিক বিরহটা ঠিক বোঝেনা
Sad Quotes in Bengali for Facebook

অনেক দিন হয়না কথা, বন্ধু তোমার সাথে,
ভাবি শুধু তোমার কথা সকাল সন্ধ্যা রাতে,
মন চাই একটি পলক দেখে আসি তোমায়,
তুমি কি কখনোও মিস করোনা আমায়।
তুমি বদলে গেলেও আমি ছেড়ে আসবো না,
আমি সেই আমিই আছি কেন তা বিশ্বাস করোনা
আমার চোখে জল আর তোমার ঠোটে হাসি
তারপরও আমি তোমাকেই ভালবাসি
জিবনে কাওকে আঘাত করার আগে
একটু ভেবে নিও নিজে আঘাত পেলে
কেমন লাগে, মনে রেখো কাওকে কাঁদিয়ে
বেশি দিন ভালো থাকা যায় না।
তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো নাকি এটা তোমার অভিনয়
তুমি কি সত্যি আমাকে কোনো দিনো ভালোবেসেছিলে
নাকি মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে ছিলে
যখন সময় পাই, তখন মনে হয় আমি যার কথা
এতো ভাবি সে কি আমার কথা একবারের জন্য ও ভাবে
শেষের পরেও ভাবছি তাও চাইছি শুরুর ডাক পাঠাও,
হাতটা ধরে বসবো নদীর তীরে
রাত পুড়ে যায় জ্যোৎস্না মাখা তাপে
চোখের পাতা তোমায় ভেবেই কাঁপে
যাকে ভালোবেসে ছিলাম তাকে পেলাম না
যে আমাকে ভালোবাসলো তাকে
বুঝলাম না হারিয়ে ফেললাম
যদি আমি আর না থাকি নাম ধরে না ডাকি,
করবি কি তুই তখন? আর কাউকে পাবিনা এমন
ভালোবাসবে আমার মতন।
আলস্য ও অতিভোজের দরুন স্থূলকায় নিদ্রালু
হয়ে বিছানায় গড়াগড়ি দেয়া স্বভাবে পরিণত হলে
সেই মূর্খের জীবনে দুঃখের পুনঃ পুনরাবৃত্তি ঘটবে
মনের মধ্যে অশান্তি থাকলে
ওষুধে কাজ হয় না
Sad Quotes In Bengali With Picture

তোমার আমার দূরত্ব সমানে সমান
তবু আজও আছে ভালোবাসা বহমান
কতদিন হয়না কথা বন্ধু তোমার সাথে,
মনে পরে তোমার কথা সকাল, সন্ধ্যা, রাতে,
ইচ্ছা করে এক পলক দেখে আসি তোমায়,
তুমি কি একটুকু মিস করো না আমায়।
প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায়
না। প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে
জীবনকে অনুভব করা যায় না
আর কখনও তোমাকে বিরক্ত করবো না
আর কখনও ফোন পাবে না আমার
আর কখনও বলব না তোমাকে খুব মিস করছি.
মধ্যরাতে ডাকলে দিও সাড়া চাঁদের আলোয় বাঁধ ভেঙেছে পাড়া
তুমিও একা ঘুমিয়ে আছো দূরে গান লিখেছো অভিমানের সুরে
জীবন টা আমারই আছে মনটা শুধু তোমার হয়ে গিয়েছিল
মনকে কি করে বোঝাবো মন আজও তোমাকেই চায়
ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক
ভুল বোঝা বুঝির কারণে নষ্ট হয়ে যায়
এতো বেশি ভালোবেসেও জানি নেই অধিকার
তুমি বুকের কাছে রেখেছো অভিমানের কাঁটাতার
হাসি সবসময় সুখের অনুভূতি বুঝাই না,
ইটা মাঝে মাঝে এটাও বুঝাই,
আপনিকোটটা বেদনা লুকাতে পারেন
যদি জানতাম তোমার কষ্টের কারন হব আমি
তোমার এক ফোটা অস্রুর কারন হব আমি
তবে সত্যি বলছি কখনোই আসতাম না তোমার জীবনে
শুধু দুর থেকে ভালোবাসতে যেতাম তোমায়
যে ঠকায় সে হয়তো চালাক
কিন্তু যে ঠকে সে বোকা নয় সে বিশ্বাসী
Also Read😍👇